৪৩৬ নং- সুওয়াল - হায়েজ ও নেফাসের উর্ধ্বতম ও নিম্নতম মুদ্দত কতদিন এবং কিভাবে দিন-রাত্রির হিসাব রাখতে হবে?

সুওয়াল - হায়েজ ও নেফাসের উর্ধ্বতম ও নিম্নতম মুদ্দত কতদিন এবং কিভাবে দিন-রাত্রির হিসাব রাখতে হবে? 

জাওয়াব - হায়েজের উর্ধ্বতম মুদ্দত হচ্ছে- দশদিন এবং নিম্নতম মুদ্দত হচ্ছে- তিনদিন। যদি তিনদিন পূর্বে রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তবে তা ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করতে হবে। আবার অনুরূপ যদি দশদিনের বেশী রক্তস্রাব জারি (চালু) থাকে, তাহলে দশদিন মাসিক হিসেবে গণনা করতে হবে এবং অতিরিক্ত সময় বা দিনকে ইস্তেহাজা হিসেবে গণ্য করতে হবে। আর দিন-রাত্রির গণনা বা হিসাব রাখতে হবে ঘন্টা হিসেবে। অর্থাৎ তিনদিন বলতে প্রতিদিন = ২৪ ঘন্টা হিসেবে ৭২ ঘন্টা বুঝতে হবে। এর চেয়ে দু’এক মিনিট কম হলে, সে সম্পূর্ণ সময়টা বা সে সময়ের রক্তস্রাবকে ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করতে হবে। আর দশদিন বলতে প্রতিদিন ২৪ ঘন্টা হিসেবে ২৪০ ঘন্টাকে বুঝতে হবে। নেফাসের উর্ধ্বতম মুদ্দত হচ্ছে- ৪০ দিন, আর নিম্নতম মুদ্দতের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। যেমন হযরত ফাতেমাতুয যাহরা আলাইহাস সালাম উনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি যথারীতি নামায আদায় করেছিলেন। যে কারণে উনার এক নাম ছিল ত্বাহিরাহ্ (পবিত্রা)। চল্লিশ দিন বলতে প্রতিদিন ২৪ ঘন্টা হিসেবে ৪০ী২৪=৯৬০ ঘন্টা। এর বেশী সময় রক্তস্রাব জারী (চালু) থাকলে, তা ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করতে হবে। (আলমগীরী, শামী, এনায়া)  আবা-২৭

0 Comments: