৪১৪ নং- সুওয়াল - তৈল লাগানোর সুন্নাত পালনের সময় সরিষার তৈল চোখে ধরলে অন্য পন্থা কি?

সুওয়াল - তৈল লাগানোর সুন্নাত পালনের সময় সরিষার তৈল চোখে ধরলে অন্য পন্থা কি?

জাওয়াব - যদি সরিষার তৈল চোখে ধরে, তাহলে জয়তুনের তৈল ব্যবহার করা যেতে পারে। আর জয়তুনের তৈল ব্যবহার করাই খাস সুন্নাতের অন্তর্ভূক্ত। আর যদি কেহ আর্থিক অসচ্ছলতার কারণে জয়তুনের তৈল ব্যবহার করতে অসমর্থ হয়, তাহলে সরিষার তৈলের সাথে কিছু জয়তুনের তৈল মিশ্রিত করে ব্যবহারের মাধ্যমে সুন্নাত আদায় করতে পারে। উল্লেখ্য যে, সুন্নতি কায়দায় তৈল ব্যবহার করলে, চোখের ভিতর যাওয়ার প্রশ্নই আসে না।
আবা-২৬

0 Comments: