সুওয়ালঃ- যদি কোন মেয়েলোক জময সন্তান প্রসব করে, তাহলে কখন থেকে নেফাসের হুকুম বর্তাবে এবং কতদিনের মধ্যে জময সন্তান হলে এক গর্ভ ধরা হবে? জানতে বাসনা রাখি।
জাওয়াব - প্রথম সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে নেফাসের হুকুম শুরু হবে। আর দ্বিতীয় সন্তান জন্ম গ্রহণ করার পর থেকে ইদ্দত শুরু হবে। দু’সন্তানের জন্মের মধ্যে যদি ছয় মাসের কম সময় অতিবাহিত হয়, তাহলে এক গর্ভের হুকুম বর্তাবে। আর যদি ছয় মাস কিম্বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়, তাহলে দু’গর্ভের হুকুম বর্তাবে। (ফতওয়ায়ে শামী, আলমগীরী, এনায়া) আবা-২৭
0 Comments:
Post a Comment