সুওয়াল - আত্মহত্যাকারীর জানাযার নামায পড়া বৈধ কিনা, এ বিষয়ে সমাজে মতভেদ দেখা দিয়েছে। কেউ বলেছেন, পড়া বৈধ। আবার কেউ বলেন, বৈধ নয়। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? জানালে কৃতজ্ঞ হবো।
জাওয়াব - আমাদের হানাফী মায্হাব মোতাবেক আত্মহত্যাকারীর জানাযার নামায পড়তে হবে। তবে শর্ত হলো- আত্মহত্যা করা যেহেতু কবীরা গুণাহ্, সেহেতু কোন পরহেযগার ব্যক্তি তার জানাযার নামায পড়াবেনা ও পড়বেনা। সাধারণ লোকেরা জানাযার নামায আদায় করে কাফন-দাফন সম্পন্ন করবে। (কাজীখান, আলমগীরী, দুররুল মোখ্তার, তাতারখানিয়া, নাহ্রুল ফায়েক, খাজানাতুর রেওয়ায়েত, মিনহাতুল খালেক)। আবা-২৭
0 Comments:
Post a Comment