সুওয়াল - যদি কোন মেয়েলোকের দশদিন পূর্ণ হওয়ার পূর্বে হায়েজ (মাসিক) বন্ধ হয়ে যায়, তাহলে গোসলের পূর্বে উক্ত মেয়েলোকের সাথে জেমা (সহবাস) করা জায়েয আছে কিনা, জানাবেন।
জাওয়াব - যদি কোন মেয়েলোকের হায়েজ (মাসিক) তিন দিনের পর এবং দশ দিনের পূর্বেই বন্ধ হয়ে যায়, আর নেফাস চল্লিশ দিনের পূর্বেই বন্ধ হয়ে যায়, তবে গোসল করে নামায পড়তে পারে- এ পরিমাণ সময় অপেক্ষা না করে উক্ত মেয়েলোকের সাথে জেমা (সহবাস) করা জায়েয নেই। আর যদি গোসল করে নামাযের নিয়ত করতে পারে- এ পরিমাণ সময় অপেক্ষা করে সহবাস করে, তবে সেটা জায়েয আছে। আর যদি মাসিক বা হায়েজ দশদিন পূর্ণ হয় এবং নেফাসও চল্লিশ দিন পূর্ণ হয়ে বন্ধ হয়, তাহলে গোসল করার পূর্বে জেমা বা সহবাস করা জায়েয আছে। তবে বর্ণিত উভয় অবস্থাতেই জেমা বা সহবাসের পূর্বে গোসল করা মুস্তাহাব। (ফতওয়ায়ে শামী, আলমগীরী, এনায়া)
আবা-২৭
0 Comments:
Post a Comment