সুওয়াল - মেয়েদের নামাযে বসার সূরত কি? পুরুষের বসার সাথে মিল আছে কি?
জাওয়াব - পুরুষের নামাযে বসার সূরতের সাথে মেয়েদের নামাযে বসার সূরতের মধ্যে পার্থক্য রয়েছে।
পুরুষ বসার সময় বাম পা বিছায়ে তার উপর বসবে, আর ডান পায়ের অঙ্গুলিগুলি ক্বিবলামুখী করে পাটি দাঁড় করায়ে রাখবে। আর মেয়ে লোকেরা নিতম্ব (চতর)-এর উপর বসবে। অর্থাৎ পুরুষের মত পায়ের উপর না বসে সরাসরি জমিনের উপর বসবে এবং পদদ্বয় ডান দিকে বের করে দিবে। পুরুষের মত দাঁড় করতে হবেনা। ডান রান বাম রানের উপরে এবং ডান নলা বাম নলের উপরে রেখে বসবে। (গায়াতুল আওতার, মারাকিউল ফালাহ্)
আবা-২৬
0 Comments:
Post a Comment