৪৪৮ নং- সুওয়াল - কেউ তার স্ত্রীকে ‘মা’ বলে ডাকলে তালাক হবে কি?

সুওয়াল - কেউ তার স্ত্রীকে ‘মা’ বলে ডাকলে তালাক হবে কি?

জাওয়াব - যদি কেউ তার স্ত্রীকে ‘মা’ বলে ডাকে এবং সাথে তালাকের নিয়ত করে, তবে এক তালাক বাইন হবে। আর জেহারের নিয়তে বললে কাফ্ফারা দিতে হবে। কাফ্ফারা হলো একটি গোলাম আযাদ করা অথবা ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখা অথবা ৬০ জন দরিদ্রকে আহার করানো। আর যদি স্ত্রীকে এমনিই ‘মা’ বলে, তবে উহা মাকরূহ্ হবে। 
আর যদি খেদমতের দিক হতে তুলনা করে বলে, তবে জায়েয আছে, কিন্তু না বলাই উত্তম। (ফতওয়ায়ে আমিনিয়া, শরহে বেক্বায়া)
আবা-২৮

0 Comments: