৪১০ নং- সুওয়াল - ইসলামের দৃষ্টিতে আতর ব্যবহার করা সুন্নাত। আর সেন্ট ব্যবহার করাও কি সুন্নাত হবে? সঠিক উত্তর জানতে বাসনা রাখি।

সুওয়াল - ইসলামের দৃষ্টিতে আতর ব্যবহার করা সুন্নাত। আর সেন্ট ব্যবহার করাও কি সুন্নাত হবে? সঠিক উত্তর জানতে বাসনা রাখি।

জাওয়াব - হ্যাঁ, আতর ব্যবহার করা সুন্নাত। আল্লাহ্র রাসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহুহু আলাইহি ওয়া সাল্লাম সুগন্ধী অত্যাধিক পছন্দ করতেন এবং ব্যবহারও করতেন। যা বুখারী শরীফ, তিরমিযী শরীফ, মসনদে আহ্মদ ইত্যাদি হাদীছ শরীফের কিতাবে উল্লেখ করা হয়েছে।
আর সেন্ট যদিও সুগন্ধী বটে, তাতে এ্যালকোহল মিশ্রিত থাকার দরুন সেটা ব্যবহার করা নাজায়েয। কারণ এ্যলকোহল হচ্ছে- মাদক জাতীয় এক প্রকার দ্রব্য, যা নাপাক ও অপবিত্র। অতএব তা সেন্টে মিশ্রিত থাকার দরুন তা ব্যবহার করা জায়েয নেই বরং সম্পূর্ণরূপে হারাম। (সমূহ ফিক্বাহের কিতাব দ্রষ্টব্য)
আবা-২৬

0 Comments: