ছ) কেন্দ্রীয় লাইব্রেরী এবং দেশব্যাপী লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যোগ-১
১৫০০ শতকের সুমহান মুজাদ্দিদ, হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি উনার ছাত্রাবস্থা থেকেই কিতাব সংগ্রহ করে যাচ্ছেন। সে কারণে উনার সুমহান আম্মাজান হযরত উম্মু মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম (আমাদের সম্মানিত দাদীজান কিবলা আলাইহাস সালাম) তিনি হযরত মুজাদ্দিদে আযম আলাইহিসালাম উনার কিতাব কেনা এবং তা রাখার জন্য আলমারি বানিয়ে দেয়া সহ বিশেষ ব্যবস্থা নিতেন। সুবহানাল্লাহ। আলমারির সংখ্যা সহস্রের ঘরে পৌঁছে যাবার পথে আর কিতাব সংখ্যা লক্ষের ঘরে পৌঁছেছে অনেক আগেই। কত টাকা মূল্যের কিতাব রয়েছে এটি উত্তর দেয়া বাতুলতা মাত্র কেননা এমন অনেক দুষ্প্রাপ্য কেতাব হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার ব্যাক্তিগত সংগ্রহে রয়েছে যা অনেকের কাছেই নেই এবং সেই হিসেবে এর মূল্যায়ন কখনোই সম্ভব নয়। কেবল ধারণা দেবার জন্য আমরা এতটুকু বলি যে শতকোটি টাকার কিতাব সংগ্রহে আছে এবং এই সংগ্রহের পরিমাণ প্রতিদিন বাড়ছে। একটি সফটওয়্যারে কিতাব সমূহের নাম তোলা হচ্ছে আজ বহু বছর যাবত। কিতাব কেনা ও দেখাশুনাতেই রয়েছেন কয়েকজন।
হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি এই কেন্দ্রীয় লাইব্রেরী প্রতিষ্ঠার পাশাপাশি সারা দেশব্যাপী জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, আনজুমান ভিত্তিক এমনকি ব্যাক্তিগতভাবে লাইব্রেরী প্রতিষ্ঠার প্রতি যথেস্ট গুরুত্ব আরোপ করেছেন।
হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি এই কেন্দ্রীয় লাইব্রেরী প্রতিষ্ঠার পাশাপাশি সারা দেশব্যাপী জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, আনজুমান ভিত্তিক এমনকি ব্যাক্তিগতভাবে লাইব্রেরী প্রতিষ্ঠার প্রতি যথেস্ট গুরুত্ব আরোপ করেছেন।
0 Comments:
Post a Comment