ছ-১) কেন্দ্রীয় লাইব্রেরী এবং দেশব্যাপী লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যোগ-২
বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন ব্যাক্তি এবং প্রকাশনী থেকে কিতাব সংগ্রহ করে তা ফটোকপির মাধ্যমে সংগ্রহে রাখার মহান উদ্যোগ।
সম্মানিত রাজারবাগ শরীফ সিলসিলার মূল মূলত সম্মানিত ফুরফুরা সিলসিলা। আর সে কারণেই ফুরফুরা সিলসিলার অন্তর্ভুক্ত সকল আউলীয়া কিরাম আলাইহিমুস সালাম উনাদের লিখিত কিতাব সংগ্রহ করার একবার এক পদক্ষেপ নেয়া হয় যেন তা হারিয়ে না যায় এবং মুবারক লাইব্রেরিতে রাখা যায়। এই সিলসিলার অনেক বুজুরগানে দ্বীনের কিতাব হারিয়ে যাচ্ছিল এর মধ্যে বিশেষ করে হযরত রুহুল আমীন বশীরহাটি রহমতুল্লাহি আলাইহি উনার নাম উল্লেখযোগ্য। পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি একটি টিম গঠন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মানিত সিলসিলাভুক্ত যাদের কাছেই এই কিতাবের পান্ডুলিপি পাওয়া যায় তা সংগ্রহের এক মহান উদ্যোগ গ্রহন করেন এবং এই লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেন । সুবহানাল্লাহ। অনেকের কাছে বিভিন্ন কেতাবের কেবল একটি মাত্র কপি থাকায় তা ফটোকপি করে পুনরায় ফিরিয়ে দেবার নিশ্চয়তা দেয়া হয়। সেই সময় একটি ফটোকপি মেশিনে এ সকল দুস্প্রাপ কিতাব ফটোকপি করে, বাধাই করে লাইব্রেরিতে রাখা হয়।লাইব্রেরিতে রাখার পাশাপাশি অনেকে মুবারক নির্দেশক্রমে তা ব্যক্তিগতভাবেও সংগ্রহ করেন। কিতাব সংগ্রহের এ রকম নযীর সত্যিই অসাধারণ।
যদিও এভাবে কিতাব সংগ্রহ কেবল ফুরফুরা সিলসিলাভুক্ত বুযুরগানে দ্বীনের কিতাবের মাঝেই সীমাবদ্ধ ছিলনা। পরে যেকোন দুর্লভ কিতাব এভাবে সংগ্রহ করে রাখা হত এবং এখন আরও বড় পরিসরে তা করা হচ্ছে। সুবহানা মামদুহ মুরশিদ কিবলা আলাইহিস সালাম ।
সম্মানিত রাজারবাগ শরীফ সিলসিলার মূল মূলত সম্মানিত ফুরফুরা সিলসিলা। আর সে কারণেই ফুরফুরা সিলসিলার অন্তর্ভুক্ত সকল আউলীয়া কিরাম আলাইহিমুস সালাম উনাদের লিখিত কিতাব সংগ্রহ করার একবার এক পদক্ষেপ নেয়া হয় যেন তা হারিয়ে না যায় এবং মুবারক লাইব্রেরিতে রাখা যায়। এই সিলসিলার অনেক বুজুরগানে দ্বীনের কিতাব হারিয়ে যাচ্ছিল এর মধ্যে বিশেষ করে হযরত রুহুল আমীন বশীরহাটি রহমতুল্লাহি আলাইহি উনার নাম উল্লেখযোগ্য। পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি একটি টিম গঠন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মানিত সিলসিলাভুক্ত যাদের কাছেই এই কিতাবের পান্ডুলিপি পাওয়া যায় তা সংগ্রহের এক মহান উদ্যোগ গ্রহন করেন এবং এই লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেন । সুবহানাল্লাহ। অনেকের কাছে বিভিন্ন কেতাবের কেবল একটি মাত্র কপি থাকায় তা ফটোকপি করে পুনরায় ফিরিয়ে দেবার নিশ্চয়তা দেয়া হয়। সেই সময় একটি ফটোকপি মেশিনে এ সকল দুস্প্রাপ কিতাব ফটোকপি করে, বাধাই করে লাইব্রেরিতে রাখা হয়।লাইব্রেরিতে রাখার পাশাপাশি অনেকে মুবারক নির্দেশক্রমে তা ব্যক্তিগতভাবেও সংগ্রহ করেন। কিতাব সংগ্রহের এ রকম নযীর সত্যিই অসাধারণ।
যদিও এভাবে কিতাব সংগ্রহ কেবল ফুরফুরা সিলসিলাভুক্ত বুযুরগানে দ্বীনের কিতাবের মাঝেই সীমাবদ্ধ ছিলনা। পরে যেকোন দুর্লভ কিতাব এভাবে সংগ্রহ করে রাখা হত এবং এখন আরও বড় পরিসরে তা করা হচ্ছে। সুবহানা মামদুহ মুরশিদ কিবলা আলাইহিস সালাম ।
0 Comments:
Post a Comment