মসজিদ নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাককে আইনি উকিল নোটিশ:

মসজিদ নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাককে আইনি উকিল নোটিশ:
-------------------------
মসজিদ নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাককে নোটিশ পাঠানো হয়েছে। "বিশ্ববার্তা" নামক নিউজ পোর্টালের সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমানের পক্ষে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান।
.
লিগ্যাল নোটিশসমূহে বলা হয়, গত ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে রাজধানীর মতিঝিলের বিআইডাব্লিউটিএ ভবনে ঢাকার চারপাশের নদীতীরে থাকা ৭৭টি মসজিদ-মাদ্রাসা, ১৪টি স্কুল-কলেজ ও ১৩টি মন্দির কর্তৃপক্ষের সাথে নৌপরিবহন মন্ত্রণালয়ের বৈঠক হয়।
.
সেই বৈঠকে "ইসলামী চিন্তাবিদ" হিসেবে উপস্থিত মাওলানা আবদুর রাজ্জাক বলেছিলেন, নদীগুলোর সমস্ত জায়গায় অনুমতি না নিয়ে একেবারে কলিজার মধ্যে পিলার দিয়ে যে সমস্ত ধর্মীয় স্থাপনা তৈরি হইছে, সেগুলো সরিয়ে দেয়া ১৬ আনা শুদ্ধ।
.
দেয়া লিগ্যাল নোটিশে বলা হয়েছে, তাকে সেই সভায় একজন আলেম হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার দায়িত্ব ছিল মসজিদসমূহ অপসারণ/ভেঙে ফেলার বিষয়ে ইসলামের সঠিক অবস্থানটি তুলে ধরা। অথচ তিনি সেই সভায় মসজিদ ধ্বংস করার বৈধতা দিয়ে এসেছেন - যা ইসলামী মতামতের সম্পূর্ণ বিপরীত।
.
মাওলানাকে দেয়া নোটিশে দারুল উলুম দেওবন্দের অফিশিয়াল ফতোয়া উদ্ধৃত করে বলা হয়, "কোনো স্থানে একবার মসজিদ নির্মিত হয়ে গেলে তা চিরকাল মসজিদ হিসেবেই থেকে যাবে। সুতরাং রাস্তা সম্প্রসারণ করার জন্য মসজিদটি ভেঙে ফেলা কিংবা অন্যত্র স্থানান্তর করা জায়েজ নয়।"
.
নোটিশদাতা বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা বাংলাদশে প্রচলিত দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ডিজিটাল মাধ্যমে এমন ধর্মীয় অবমাননামূলক তথ্য সম্প্রচার করাটা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৮ ধারার অধীনে অপরাধ।
.
নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে নোটিশগ্রহীতাগণ সুস্পষ্ট বিবৃতি দিয়ে মসজিদ বিষয়ক মন্তব্যসমূহ প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশসমূহে বলা হয়েছে।

https://lalsobuzerkotha.com/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F/?fbclid=IwAR28O1x4NgputVcdrtPsJ76DiurQuklU_Wki4N2LLHOMKBZxdXleVTPhXiE

0 Comments: