রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৪২(ক)

রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৪২
আইনী কার্যক্রম বিষয়ক টিম ( এ পর্যন্ত যে সকল কার্যক্রম নেয়া হয়েছে এবং যা নেয়া হবে ইনশাআল্লাহ)
১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারক উনার খিলাফ অনলাইনে ব্যঙ্গ চিত্রসহ কটুক্তি করা বিষয় গুলো বন্ধ করা। এ বিষয়ে উচ্চ আদালত থেকে রুল জারী করানো হয়।
২) পোপের আগমনের কারণে ১২ই শরীফ পালন করতে ডিএমপি’র ঢাকা শহরে সর্ব প্রকার অনুষ্ঠান নিষেধ করলে তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে যথাযথ ভাবমর্যাদার সাথে কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ উদযাপন করা ও সারা ঢাকা শহর প্রদক্ষিন করে আনুষ্ঠানিকভাবে ১২ই শরীফ উৎযাপন করা হয়।
৩) সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম দ্বীন ইসলাম তুলে দেয়ার ষড়যন্ত্র বন্ধ করা অর্থাৎ উচ্চ আদালতে (হাইকোর্ট ও আপীল বিভাগ) উভয় স্থানেই এই বিষয়ে দুইটি রিট করে তা বহাল রাখা হয়।
৪) হাইকোর্টের সামনে মূর্তি স্থাপনের বিরুদ্ধে রিট করা হয়, যারফলে পরবর্তিতে প্রধান ভবন থেকে থেমিসের সেই মূর্তি সংযুক্ত ভবনে স্থানান্তর করা হয়।
৫) স্কুল কলেজে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অমঙ্গল শোভাযাত্রা বন্ধ করার জন্য হাইকোর্টে রিট ফাইল দাখিল করে শুনানী করলে পরবর্তী বৎসরে সরকার স্কুল কলেজের শিক্ষার্থীদের অমঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা থেকে বিরত থাকে।
৬) হিন্দুদের গণশ্রাদ্ধ অনুষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হলে উচ্চ পর্যায়ের প্রসাশনের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্রমূলক অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয় ।
৭) ভারতীয় টিভি চ্যানেল স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানীর অপেক্ষায় রয়েছে।
৮) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারক উনার খিলাফ বলার কারনে নাস্তিক শফিক রেহমানের বিরুদ্ধে মামলা করা হয়।
৯) হিন্দুদের পূজার সময় নদীতে মূর্তি ডুবানোর বিরুদ্ধে রিট আবেদন করা হয়।
১০) যারা রাষ্ট্র দ্বীন ইসলাম বাতিল করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
১১) ঘরে টেলিভিশন না থাকলে এবং মহিলারা ঘর থেকে বাহিরে কম আসলে বুঝতে হবে তাদের মধ্যে সন্ত্রাসী প্রবণতা থাকতে পারে, নাউযুবিল্লাহ! পুলিশের আইজিপির এ বক্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলে পরে সে এজন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে এবং পরবর্তীতে বলে, মাদ্রাসায় নয় বরং স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাসী হবার প্রবণতা বেশি লক্ষ্যনীয়।
১২) নাস্তিকতাকে প্রাধান্য দিয়ে সিলেবাস করার বিষয়ে যে রিট হয়েছিল সেখানে সেই রিটে অন্তর্ভূক্ত হয়ে ফাইল করা হয়, পরবর্তীতে এ বিষয়ে উচ্চ আদালতে তারা আর কোন শুনানী করেনি।
১৩) উম্মুল মুমীনিন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারকের খিলাফ অবমাননাকর বিষয় বস-২ নামক চলচিত্রে উপস্থাপন করায় জাজ মাল্টিমিডিয়াকে নোটিশ পাঠানো হয়।
১৪) ২০১৭ সালে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানে কুরবানী করা বাধ্যতামূল করা হলে, এ বিষয়ে নোটিশ পাঠানো হয়। ফলে পরবর্তী বৎসর থেকে সরকার এ সিদ্ধান্ত থেকে বিরত থাকে।
১৫) মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ নিয়ে ‍চু-চেরা করার কারণে আহমক শফীকে নোটিশ পাঠানো হয়।
১৬) পবিত্র রমাদ্বান শরীফে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ও ক্লাস চালু রাখার হয়েছিল তাদের বিরুদ্ধে নোটিশ পাটানো হয়।
১৭) বিবস্ত্রতাকে উৎসাহিত করে তসলিমা নাসরিনের লেখা ছাপানোয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে নোটিশ পাঠানো হলে তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এ জাতিয় কাজ করা থেকে বিরত থাকবে বলে প্রতিশ্রুতি দেয়।
১৮) পবিত্র কুরবানী উনার পশুকে নিয়ে ব্যঙ্গ করায় প্রথম আলোকে নোটিশ পাঠানো হলে তারা ভবিষ্যতে এ জাতিয় কর্মকান্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়ে মামলা হওয়া থেকে পার পায়।
২০) পবিত্র কুরআন শরীফ ও হাদীস শরীফ উনাদের অশ্লীল উল্লেখ করে লেখা ছাপানোয় দৈনিক ভোরের কাগজকে প্রথমে নোটিশ পরে মামলা করা হয়। যা বর্তমানে জজকোর্টে বিচারাধীন রয়েছে।
২১) মূর্তির বিপক্ষ অবলম্বন কারীদের গালি দেয়ায় নাস্তিক এম.পি. বাদলকে নোটিশ পাঠানো হয়।
২২) ‘বাংলাদেশে হিন্দি ভাষার ভবিষ্যৎ উজ্জল’ বলায় ভারতের হাই কমিশনারকে নোটিশ পাঠানো হলে তার অফিসিয়াল ওয়েব সাইটে দুঃখ প্রকাশ করে এবং বক্তব্যের ভিডিও মুছে দিয়ে তা প্রত্যাহার করে নেয়।
২৩) ‘বিবস্ত্র নারীর চিত্র রুপ সমাজের লিঙ্গ বৈষম্যে দূর হওয়ার প্রেরণা হতে পারে’ এমন অশ্লিল বক্তব্য গণমাধ্যমে দেয়ার কারনে তথ্য মন্ত্রী ইনুকে তিনবার নোটিশ পাঠানো হয়েছে।
২৪) উচ্চ স্বরে গান-বাজনা বন্ধে সারা বাংলাদেশের মহানগর পুলিশকে নোটিশ পাঠানো হলে তারা সারা দেশে উচ্চ স্বরে গান-বাজনা নিষিদ্ধ করে। এ বিষয়ে প্রেস কনফারেন্স করে মিডিয়া বিশেষভাবে জানানো হয়।
২৫) কথিত বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম বেপর্দা বেহায়াপনা বিস্তারে ‘কাছে আসার রিক্সা’ ক্যাম্পেইন বন্ধে ইউনিলিভারকে নোটিশ পাঠানো হলে তারা ক্যাম্পেইনটি বন্ধ করতে বাধ্য হয়।
২৬) “দেখিয়ে দাও অদেখা তোমায়” নামক সুন্দরী প্রতিযোগীতা বন্ধে লাক্স-চ্যানেল আইকে সারা দেশ থেকে প্রায় ২০টি নোটিশ পাঠানো হয়েছে।
২৭) মাদরাসায় অমঙ্গল যাত্রা করার অভিযোগে ২৮টি মাদরাসার প্রশাসনকে নোটিশ পাঠানো হয়েছে।
২৮) “পাকিস্তান পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে পূর্ব ভারতের রাজ্য আসামে অনুপ্রবেশ ঘটাচ্ছে” ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে ভারতীয় হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়।
২৯) “আগামী ২০ বছরের মধ্যে দুই বাংলা এক হয়ে যাবে” ভারতের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে ভারতের হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়।
৩০) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ভারতে প্রোক্টর এন্ড গেম্বল কোম্পানীর পেমপার্সে বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ জানিয়ে ভারতের হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়েছে।
৩১) মাদরাসায় বাধ্যতামূলক জাতীয় সংগীত পাঠ করা বন্ধ করতে হাইকোর্টে রিট করা হয়েছে।
৩২) সরকার ভূমি অধিগ্রহণ আইনের মাধ্যমে মসজিদ ভাঙ্গে ফেলা এবং পবিত্র মসজিদ উনার জমি অধিগ্রহণ করে নেয়া বন্ধ করতে হাইকোর্টে রিট করা হলে উচ্চ আদালত এ বিষয়ে রুল দিয়েছে।
৩৩) ১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে যত্রতত্র বিদেশি পতাকা উত্তোলন প্রশ্নে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করানো হয়েছে হাইকোর্ট থেকে এছাড়া পতাকা আইন ও রুলস অনুযায়ী জাতীয় পতাকা ও বিদেশি পতাকা উত্তোলনের নিয়মাবলি জনস্বার্থে প্রচার করার জন্য কেন নির্দেশনা দেয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
৩৪) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হূযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকের খিলাফ লেখা ছাপানোর জন্য তসলিমা নাসরিনসহ ওমেন চ্যাপ্টারের তিন জন সংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে।
৩৫) “বাংলাদেশের স্বাধীনতা ভারত বা ইন্দিরা গান্ধীর দয়ার দান” “আসামের প্রতিটা ধর্ষণেই বাংলাদেশী মুসলমানরা জড়িত। সারা বিশ্বেই মুসলমানদের অপরাধের হার সবচেয়ে বেশি।” ভারতের উচিত ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরই বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নেয়া। ভারতে আসামে বিজেপির মূখপাত্র এমএলএ শিলাদিত্য দেবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়েছে।
৩৬) পবিত্র শবে বরাত নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে ৮ জন ওলামায়ে সু’র বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে।
৩৭) নরসিংদীর বেলাবোতে আমাদের মসজিদ ভেঙ্গে ফেলার জন্য সাইনবোর্ড খুলে ফেলে এবং ইউএনও ও ওসির অন্যায় হুমকি ধামকির প্রতিবাদে আমাদের পক্ষ থেকে সরকারী আইনজীবির মাধ্যমে নোটিশ পাঠালে সেখানকার ইউ.এন.ও এবং ওসি চুপসে যায়। স্থানীয় এমপি তাদের উপস্থিতিতে মসজিদ থাকবে মর্মে ঘোষণা দেয়।
৩৮) মাদকাসক্ত চিহ্নিত করতে বিয়ের আগেই বরকনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে রিট করা হয়েছে।
৩৯) গত ৩০ সেপ্টেম্ব’২০১৮ বিজেপির সিনিয়র নেতা সুব্রামানিয়ান স্বামী ত্রিপুরায় একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করে, বাংলাদেশে মন্দির ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের মন্দিরকে মসজিদ বানানো হচ্ছে এবং হিন্দুদেরকে গায়ের জোরে মুসলমান বানানো হচ্ছে। বাংলাদেশে যদি হিন্দুদের ওপর এসব নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে তিনি ভারত সরকারকে সুপারিশ করবেন বাংলাদেশকে দখল করে নিতে। নাউযুবিল্লহ!
এর কিছুদিন আগে বিজেপির সভাপতি অমিত শাহ 'ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদেরকে উইপোকা বলে অবমাননাকর মন্তব্য করেছে! এসব মন্তব্যসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়ে ভারতের হাইকমিশনে স্মারকলিপি পাঠানো হয়েছে।
৪০) পবিত্র কুরবানীর হাট বিষয়ক প্রেসক্লাবে কনফারেন্স করে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ায় পবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
৪১) পবিত্র কুরবাণীর পশুর চামড়া মাদ্রাসার ইয়াতিমগণের হক্ব হওয়া সত্যেও এ নিয়ে এলাকার সন্ত্রাসীদের সন্ত্রাসীপনা প্রবল আকার ধারন করলে তা রুখতে আইজিপি, ডিএমপি কমিশনার ও ঢাকা শহরের সকল থানায় বিশেষ নোটিশ পাঠানো হয়। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর সন্ত্রাসীদের আস্ফলন উল্লেখ্যযোগ্য ভাবে লক্ষ্যনীয় হয়নি। তারা বিষয়টিতে অত্যন্ত ভীত হয়।
৪২) সারা বাংলাদেশে অনৈতিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট ফাইল করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানী হয়েছে। নির্ধারিত সময়ে আরো শুনানী হবার জন্য কোর্ট থেকে জানানো হয়েছে।
প্রক্রিয়াধীন রয়েছে
১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদের যে কোন বিষয়ে বিরোধীতা কারীদের মৃত্যুদণ্ড শাস্তির বিধান রেখে আইন পাশ করা।
২) মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও ভরসা সংবিধানে পুণঃস্থাপনে রিট করা।
৩) পহেলা বৈশাখ ভাতা বন্ধ করে পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সম্মানার্থে ভাতা দেয়ার বিষয়টি চালু করা।
৪) অর্পিত সম্পত্তি আইন বাতিল বিষয়ক রিট করা।
৫) বাল্য বিবাহ নিরোধ আইন বাতিল করা।
৬) কোর্টে মাইলর্ড বলা বা মাথা নোয়ানোর বিরুদ্ধে রিট করা।
৭) স্কুল-কলেজ গুলোতে স্বরসতী পূজা করানো হচ্ছে এর বিরুদ্ধে রিট করা।
৯) পর্দানশীন নারীগণ যাতে ছবি ছাড়া সব রকম নাগরিক অধিকার বা সুবিধা ভোগ করতে পারেন সে জন্য রিট।
১০) দেশব্যাপী বেপর্দা বেহায়াপনা বন্ধ করার জন্য রিট।
১২) জনসার্থে বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রি-পেইড মিটারের ভোগান্তি দূরীকরণে রিট করা।
১৩) রাজধানীতে স্থাপিত ডিজিটাল টিভি অপসারনে রিট করা।
১৪) বাংলাদেশের সকল গণমাধ্যমে তসলিমা নাসরিনের লেখা প্রকাশ করা নিষিদ্ধ করতে রিট করা ।
১৫) মাদ্রাসায় বাধ্যতামূলক ঠগের সংগীত পাঠ করা বন্ধ করতে রিট করা।
১৬) জি.এম. ও. ফুড নিয়ে রিট করা।
১৭) নিশ্চিতভাবে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট ব্যবহার করার বিষয়ে রিট করা।
১৮) ইতিহাস বিকৃত করে চলচিত্র নির্মাণ, আমদানী ও তা বিভিন্ন চ্যানেলে প্রদর্শন করা নিষিদ্ধ করতে রিট করা।

0 Comments: