১৯৯ নং- সুওয়াল : এক সঙ্গে তিন তালাক দিলে কয় তালাক হবে?


সুওয়াল : এক সঙ্গে তিন তালাক দিলে কয় তালাক হবে?
জাওয়াব : এক সঙ্গে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। চাই তালাক রাগবসত দেয়া হোক বা হাসিমুখে দেয়া হোক অথবা ইচ্ছায়-অনিচ্ছায় দেয়া হোক, তাতে তিন তালাক পতিত হবে। হযরত ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম শাফেয়ী  রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম সুফীয়ান সাওরি রহমতুল্লাহি আলাইহি উনারা এক সঙ্গে তিন তালাম দিলে তিন তালাকের-ই মত পোষণ করেছেন। হযরত ইমাম নখঈ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম দারুকুত্বনী রহমতুল্লাহি আলাইহি; হযরত ইমাম ইসহাক রহমতুল্লাহি আলাইহি এ মতের উপরই ফতওয়া দিয়েছেন। ফতহুল ক্বাদীর, আলমগীরী, শামী, আইনী, বাহরুর রায়েক ইত্যাদি সমস্ত ফিক্বহের কিতাবেই এক সঙ্গে তিন তালাক দিলে তিন তালাকের মতই পোষণ করা হয়েছে। তিন তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিনা হিলায় গ্রহণ করা হারাম। হিলা হলো- তালাকের পর ইদ্দত পালন শেষে স্ত্রীকে অন্যত্র বিবাহ দিয়ে এরপর দ্বিতীয় স্বামী, স্বামী-স্ত্রী ব্যবহারের পর ছেড়ে দিলে (তালাক দিলে) ইদ্দতের পর প্রথম স্বামী বিবাহ করতে পারবে, অন্যথায় জায়েয নেই। (তাফসীরে তাবারী, তাফসীরে রুহুল মাআনী, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কবীর, তাফসীরে খাজেন বাগবী, তাফসীরে কুরতুবী, তাফসীরে মবসুত লি সুরুখসী, ফতহুল ক্বাদীর, বেনায়া, আলমগীরী ইত্যাদি)

আবা-১৮

0 Comments: