১৯২ নং- সুওয়াল: মাগরিবের নামাযের সময় কতক্ষণ পর্যন্ত থাকে?


সুওয়াল: মাগরিবের নামাযের সময় কতক্ষণ পর্যন্ত থাকে?
জাওয়াব : মাগরীব নামাযের ওয়াক্ত হানাফী মাযহাব অনুযায়ী সূর্যাস্তের পর লাল রং (শফক্কে আহমার) শেষ হয়ে যে সাদা রং (শফক্কে আরইয়াজ) প্রকাশ পায়, তা মিটে যেয়ে অন্ধকার আসা পর্যন্ত থাকে। আর ঘন্টা হিসাবে মাগরীবের সময় সূর্য ডুবার পর থেকে প্রায় ১ ঘন্টা ১০ মিনিট পর্যন্ত থাকে। এর মধ্যে নামায পড়লে কাজার নিয়ত করতে হবেনা। তবে আলস্য করে দেরি করে নামায পড়া ভাল নয়। (আইনুল হিদায়া, শরহে বিকায়া)
আবা-১৮

0 Comments: