১৯৫ নং- সুওয়াল : হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি কোন মাযহাবের অনুসারী ছিলেন? 6/21/2020 01:10:00 pm 0 সুওয়াল : হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি কোন মাযহাবের অনুসারী ছিলেন? জাওয়াব : হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনারা শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন। তাইছিরুল উসুল, ইয়াম্বু, ইবনে খালকান, বোস্তানুল মুহাদ্দিসিন, ইকদুল জিদ ইত্যাদি কিতাবে বর্ণিত আছে। আবা-১৮ Tweet Share Share Share Share
0 Comments:
Post a Comment