২১৩ নং- সুওয়াল : মরা মাছ খাওয়া কি?


সুওয়াল : মরা মাছ খাওয়া কি?
জাওয়াব: সাধারণভাবে মরা মাছ খাওয়া জায়েয, তবে পানিতে (অর্থাৎ পুকুর, খাল, বিল, নদী ইত্যাদিতে) মাছ মরে যদি চিৎ হয়ে ভেসে উঠে, তাহলে উক্ত মাছ খাওয়া হারাম। আর যদি এমনিতেই ভেসে যায় চিৎ না হয়ে, তাহলে হালাল হবে। (আলমগীরী)

আবা-১৮

0 Comments: