২০৯ নং - সুওয়াল : কাপড়ের মুজার উপর মসেহ্ করা জায়েয কি?


সুওয়াল : কাপড়ের মুজার উপর মসেহ্ করা জায়েয কি?
জাওয়াব : শুধুমাত্র চামড়ার মুজার উপর মসেহ্ করা জায়েয। ফক্বিহগণের মতে সাধারণ কাপড়ের মুজার উপর মসেহ্ করা জায়েয নেই। সাধারণ কাপড়ের মুজার উপর মসেহ্ করে নামায পড়লে নামায আদায় হবেনা। তবে যদি সেটা কাপড়ের মুজা হয়, যা না বেধে রাখলে স্বাভাবিকভাবে দাড়িয়ে থাকতে পারে, ধুলা প্রবেশ না করে, সাধারণভাবে পানি প্রবেশ না করে এবং জুতা ব্যতিরেকেই যা পরে রাস্তায় চলাচল করা যায়, এমন মোটা কাপড়ের মুজার উপর মসেহ্ করা জায়েয। (হেদায়া, ফতহুল ক্বাদীর, আইনী, আলমগীরী)
আবা-১৮

0 Comments: