সুওয়াল : নামাযের সিজদার সময় দু’পা উঠে গেলে, নামাযের কোন ক্ষতি হবে কি?
জাওয়াব : নামাযের সিজদার সময় দু’পা উঠে গেলে উহা যদি তিন তাসবীহ
পরিমাণ সময় পর্যন্ত উঠানো থাকে, তাহলেনামায ফাসেদ হয়ে যাবে। আর যদি এক পা তিন
তাস্বীহ্ পরিমাণ সময় উঠানো থাকে, তাহলে নামায মাকরূহ্ হবে। (সমূহ
ফিক্বহের কিতাব)
0 Comments:
Post a Comment