২০৭ নং- সুওয়াল : আমরা কয়েকজন আপনাদের পত্রিকায় লেখা দিয়েছিলাম এবং কিছু কবিতাও পাঠিয়েছিলাম, কিন্তু তার কোনটাই ছাপানো হয়নি। তার কারণ জানালে আমরা খুশি হবো।


সুওয়াল : আমরা কয়েকজন আপনাদের পত্রিকায় লেখা দিয়েছিলাম এবং কিছু কবিতাও পাঠিয়েছিলাম, কিন্তু তার কোনটাই ছাপানো হয়নি। তার কারণ জানালে আমরা খুশি হবো।
জাওয়াব : প্রথমতঃ লেখাটি পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ ভিত্তিক হতে হবে। যা সম্পূর্ণরূপে আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা মোতাবেক হবে। এছাড়া লেখাটি স্বীকৃত মানের হতে হবে। অর্থাৎ এর গঠনশৈলী, বিন্যাস, ভাষার প্রাঞ্জলতা, সাবলীলতা, গতিশীলতা, ধারাবাহিকতা ইত্যাদি বজায় রাখতে হবে। এরকম মানের হলেই আমাদের পক্ষ থেকে যেকোন লেখা প্রকাশ করা সম্ভব, অন্যথায় নয়।
আবা-১৮

0 Comments: