জাওয়াব : তামাক বা বিড়ি-সিগারেট পান করা সর্বসম্মত মতানুযায়ী মাকরূহ্ তাহরীমী। আর যে
ইমাম এ ধরণের মাকরূহ্ তাহরীমী কাজে লিপ্ত তার পিছনে নামায পড়াও মাকরূহ্ হবে। এ
ধরণের ইমামকে ইমামতি থেকে বাদ দেয়া উচিত। তবে বাদ দেয়ার আগে তাকে অবশ্যই সংশোধনের
কোশেশ করা উচিত। সংশোধিত হলে বহাল রাখতে হবে, অন্যথায়
অবশ্যই বাদ দিতে হবে। (দুররে সামীন, শরবুদ দু’খান, মাজালিসুল আবরার, ফতওয়া আশরাফিয়া, ফতওয়ায়ে আযিযী, ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-১৮
0 Comments:
Post a Comment