প্রশ্নঃ- পুরুষে কি স্বর্ণ বা রৌপ্য ব্যবহার করতে পারে? পারলে কতটুকু?
উত্তরঃ- পুরুষের পক্ষে স্বর্ণ ব্যবহার করা জায়েয নেই, হারাম। রৌপ্য ব্যবহার করতে পারে।
এর কোন পরিমাণ নেই। যতটুকু শোভন, ততটুকুই ব্যবহার করতে পারে।
এটা কি সঠিক হয়েছে?
জানিয়ে বাধিত করবেন।
জাওয়াব : উপরোক্ত উত্তরের স্বর্ণের মাসয়ালা সঠিক হয়েছে অর্থাৎ
পুরুষের জন্য স্বর্ণ হারাম। কিন্তু দ্বিতীয় অংশ “রৌপ্য ব্যবহার করতে পারে, এর কোন
পরিমাণ নাই।” এ উত্তর ভুল হয়েছে। ফিক্বাহের কিতাবসমূহে উল্লেখ করা হয়েছে, পুরুষের
জন্য সাড়ে চার মাসা অর্থাৎ ৬ আনা পরিমাণ রৌপ্য ব্যবহার করা জায়েয আছে। এর চাইতে
বেশী ব্যবহার করা হারাম ও কবিরা গুণাহের অন্তর্ভূক্ত হবে। (হিদায়া, আইনুল হিদায়া,
বাহরুর রায়েক, আলমগীরী)
আবা-১৭
0 Comments:
Post a Comment