২১২ নং- সুওয়াল : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিসের পাত্রে পানি পান করতেন?


সুওয়াল : নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিসের পাত্রে পানি পান করতেন?
জাওয়াব : সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঠের পেয়ালায় পানি পান করতেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে-
عن ثابت قال اخرج الينا انس بن مالك قدح خشب غليظا مضبيا بحديد فقال يا ثابت هذا قدح رسول الله صلى الله عليه وسلم. (ترمذى شريف)
অর্থঃ- সাবেত বলেন, হযরত আনাস বিন মালেক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একটি মোটা কাঠের পেয়ালা, (যার মুখে লোহার পাতের বেড়ী ছিল) বের করে আমাদেরকে দেখালেন এবং বললেন, হে সাবেত, এটা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পেয়ালা।(তিরমিযী শরীফ)

আবা-১৮

0 Comments: