জাওয়াব : মাটি জাতীয় পরিবস্তুর দ্বারা তায়াম্মুম করতে হয়। ধুলা-বালি, সুরকী,
পাথর, চুন, সুরমা, হরিতাল গন্ধক, লাল মাটি, এটেল মাটি, সাদা মাটি,
দোআঁশ মাটি, লোনাময় যমীনের লবনের উপর, পাথর,
পাঁকা ইট, মেটে চাড়া, পোড়া মাটি,
মাটির বাসন, ঘটি-বাটি, কলসি, পাতিল,
পাথর বা মাটির দেওয়ালে, চীনা
মাটির বর্তনের উপর যদি মাটি জাতীয় পদার্থের লেপ থাকে, কিন্তু
কাঁচের লেপ থাকলে জায়েয নেই। (তাতারখানিয়া, আলমগীরী, বাহরুর রায়েক, শরহে বেকায়া ইত্যাদি)
আবা-১৮
0 Comments:
Post a Comment