সুওয়াল : অনেকে দেখা যায়, লাল রুমাল দিয়ে পাগড়ী বাঁধে এবং
নামাযের ইমামতী করে। এ ধরণের ইমামের পেছনে
নামায পড়লে নামাযের কোন ক্ষতি হবে কি?
জাওয়াব : হযরত মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘মিশকাত
শরীফ’ উনার শরাহ্ মিরকাত শরীফ কিতাবে লিখেছেন, লাল কাপড়
যদি এমন হয়, যার সম্পূর্ণই লাল,
তাহলে ওটা পুরুষের জন্য হারাম হবে। আর যদি অধিকাংশ লাল হয়, তাহলে
মাকরূহ্ হবে। এ মাসয়ালা অনুযায়ী লাল (অধিকাংশ) কাপড়ের রুমাল পরিধান করে বা পাগড়ী
বেঁধে নামায পড়া মাকরূহ্ তাহরীমী হবে এবং এ ধরণের ইমামের পেছনে নামায পড়লে
নামায মাকরূহ্ হবে।
একবার এক লোক লাল কাপড় পরিহিত অবস্থায় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম দিয়েছিল, কিন্তু
তিনি সালামের জাওয়াব দেননি। আর একবার উটের হাওদায় লাল কাপড় বিছানো হয়েছিল, কিন্তু
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাতেও বসেননি। সেটা উঠিয়ে তারপর
বসেছেন। (সিরাতুন নবী)
আবা-১৭
0 Comments:
Post a Comment