৪১২ নং- সুওয়াল - মসজিদের চত্বরে ফুলের বাগান, তরি-তরকারীর চাষ এবং মূল্যবান বৃক্ষের বাগান তৈরি করার ব্যাপারে শরীয়তের কোন বিধিনিষেধ আছে কি?

সুওয়াল - মসজিদের চত্বরে ফুলের বাগান, তরি-তরকারীর চাষ এবং মূল্যবান বৃক্ষের বাগান তৈরি করার ব্যাপারে শরীয়তের কোন বিধিনিষেধ আছে কি?

জাওয়াব - মসজিদের চত্বরে ফুলের বাগান করা খুব উত্তম কাজ। কেননা স্বয়ং মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফুল পছন্দ করতেন। কাজেই প্রত্যেক মসজিদ কমিটি কিংবা মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের উচিৎ মসজিদের চত্বরে ফুলের বাগান করা অথবা ফুলের গাছ লাগানো। তবে অবশ্যই এটাও লক্ষ্য রাখতে হবে, যেন মসজিদের জায়গার সংকীর্ণতা দেখা না দেয় এবং মুসল্লীগণের নামাযের স্থানের ব্যাঘাত না ঘটে। আর মসজিদের চত্বরে তরি-তরকারী বা মূল্যবান বৃক্ষের চাষ করা জায়েয রয়েছে মসজিদের আয়ের উদ্দেশ্যে। এক্ষেত্রেও লক্ষণীয় যে, মুসল্লীদের নামাযের জায়গার যেন ব্যঘাত না ঘটে।
আরো লক্ষণীয় যে, এ সবের চাষ করতে গিয়ে মসজিদের পরিবেশ যেন দূষীত না হয়। 
আবা-২৬

0 Comments: