৪৪৯ নং- সুওয়াল - কোন মুসল্লি জুমুয়ার সুন্নাত বা কাবলাল জুমুয়া আরম্ভ করল, এমন সময় ইমাম খুৎবা পাঠ শুরু করল। তখন মুসল্লির করণীয় কি?

সুওয়াল - কোন মুসল্লি জুমুয়ার সুন্নাত বা কাবলাল জুমুয়া আরম্ভ করল, এমন সময় ইমাম খুৎবা পাঠ শুরু করল। তখন মুসল্লির করণীয় কি?

জাওয়াব - হাদীছ শরীফে বর্ণিত আছে-
اذا خرج الا مام فلا صلاة ولاكلام.
অর্থঃ-“ যখন ইমাম (হুজরা হতে) বের হয়, তখন কোন প্রকার নামাযও নেই কথাও নেই।” 
এ হাদীছ শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসীন-ই-কিরামগণ বলেন, 
اذاخرج الامام فلا صلواة واذا صعدا لمنبر فلاكلام.
অর্থঃ- “যখন ইমাম হুজরা হতে বের হয়, তখন কোন নামায পড়া নিষেধ। আর যখন তিনি মিম্বরে দাঁড়ান অর্থাৎ খুৎবা আরম্ভ করেন, তখন থেকে কথা বলা নিষেধ।” 
তবে উল্লেখিত মুসল্লির সম্পর্কে ইমামগণের দু’টি মত রয়েছে- (এক) যদি তৃতীয় রাকায়াত শুরু না করে, তবে দুই রাকায়াত পড়ে বসে আত্তাহিয়্যাতু, দরুদশরীফ, দোয়া মাছুরা পাঠ করে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। আর তৃতীয় রাকায়াত শুরু করলে চতুর্থ রাকায়াত পুরা করে নামায শেষ করবে। 
(দুই) চার রাকায়াত পড়েই নামায শেষ করবে। (উপরোক্ত দুটি মতই সহীহ্, যে কোন একটি আমল করলেই চলবে।) (আলমগীরী, কাফী, সিরাজুল ওয়াহ্হাজ, তাহ্তাবী, মুয়াত্তা, ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-২৮

0 Comments: