৪১১ নং- সুওয়াল - পথে কুড়িয়ে পাওয়া একটি ছেলে শিক্ষিত হয়ে বিয়ে করে একটি সন্তানের পিতা হয়। পরে ছেলেটি জানতে পারে, যে মা তাকে হারিয়ে ছিল, তার কন্যাকেই সে বিবাহ করেছে। অর্থাৎ সে তার আপন বোনকে বিবাহ করেছে। এ অবস্থায় শরীয়তের হুকুম কি হবে?

সুওয়াল - পথে কুড়িয়ে পাওয়া একটি ছেলে শিক্ষিত হয়ে বিয়ে করে একটি সন্তানের পিতা হয়। পরে ছেলেটি জানতে পারে, যে মা তাকে হারিয়ে ছিল, তার কন্যাকেই সে বিবাহ করেছে। অর্থাৎ সে তার আপন বোনকে বিবাহ করেছে। এ অবস্থায় শরীয়তের হুকুম কি হবে?

জাওয়াব - মহান আল্লাহ্ পাক তিনি কুরআন শরীফে বলেন, “তোমরা বিবাহ করিও না এবং তোমাদের জন্য হারাম করা হলো, তোমাদের আপন বোনদের বিবাহ করা।” 
কাজেই উক্ত ছেলে যখন জানতে পারলো তার বিবাহিতা স্ত্রী তার আপন বোন, তখন তার উপর ওয়াজিব তার স্ত্রীরূপী বোনকে পরিত্যাগ করা। আর যেহেতু সে তার অজান্তে বিবাহ করে ফেলেছে, সেজন্য বিবাহ বন্ধন ছিন্ন করার পর তার দায়িত্ব হলো- খালেছ ইস্তেগফার করা। আর “সন্তানের নছব ঠিক থাকবে। (তাফসীরে রুহুল মায়ানী, কুরতুবী, আহ্কামুল কোরআন ইত্যাদি)
আবা-২৬

0 Comments: