৪১৫ নং- সুওয়াল - কোন যানবাহনে যেমন লঞ্চ, স্টীমার কিম্বা গাড়ীতে নামায পড়া অবস্থায় ক্বিবলার দিক ঘুরে গেলে, নামাযী ব্যক্তি তখন কিভাবে নামায শেষ করবে? দলীলসহ জানতে চাই।

সুওয়াল - কোন যানবাহনে যেমন লঞ্চ, স্টীমার কিম্বা গাড়ীতে নামায পড়া অবস্থায় ক্বিবলার দিক ঘুরে গেলে, নামাযী ব্যক্তি তখন কিভাবে নামায শেষ করবে? দলীলসহ জানতে চাই।

জাওয়াব - এ পরিস্থিতিতে নামাযী ব্যক্তিকে নামাযরত অবস্থায়ই ক্বিবলার দিকে ঘুরে নামায শেষ করতে হবে। অন্যথায় নামায হবে না। আর যদি এমন অবস্থা হয় যে, ক্বিবলার দিকে ফিরা সম্ভব না হয়, তখন নামায ছেড়ে দিয়ে পুণরায় ক্বিবলার দিকে মুখ করে নিয়ত বেঁধে নামায আদায় করতে হবে।
জেনে রাখা জরুরী যে, লঞ্চ-ষ্টীমার বা রেলগাড়ী ইত্যাদিতে সফররত অবস্থায় যখন নামায পড়তে যাবে, তার পূর্বে উক্ত যানবাহনে কত সময় একই দিকে চলবে তা জানতে হবে। যখন একই দিকে এই পরিমাণ সময় চলবে, যাতে সে তার নামায শেষ করতে পারে, তখনই সে তার নামায আদায় করবে। তাহলে নামায আদায়ের সময় ক্বিবলায়ে শরঈ নিয়ে বিভ্রাটে পড়তে হবে না। (আলমগিরী, শামী, দররুল মোখতার, বাহরুর রায়েক, কাজীখান ইত্যাদি)
আবা-২৬

0 Comments: