৪৩২ নং- সুওয়াল - যদি কোন মেয়েলোকের সন্তান নষ্ট হয়ে রক্ত নির্গত হয়, তাহলে এই রক্তপাত হওয়াটা কিসের মধ্যে গণ্য হবে?

সুওয়াল - যদি কোন মেয়েলোকের সন্তান নষ্ট হয়ে রক্ত নির্গত হয়, তাহলে এই রক্তপাত হওয়াটা কিসের মধ্যে গণ্য হবে?

 জাওয়াব - যদি কোন মেয়েলোকের সন্তান নষ্ট হয়, তাহলে প্রথমে লক্ষ্য করতে হবে- যা শরীর থেকে বের হয়ে গেল, তা কি শুধু রক্ত, না গোস্তের টুকরা, না অন্য কিছু। যদি এক খন্ড গোস্ত বা রক্তপিন্ড বা শুধু রক্তপাত হয় এবং তা যদি তিন দিন তিন রাত জারি থাকে, তবে সেটা হায়েজের মধ্যে গণ্য হবে। আর যদি এর চেয়ে কম সময় হয়, তাহলে ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করে নামায, রোজা যথারীতি আদায় করতে হবে। আর যদি এমন কিছু নির্গত হয়ে যায়, যার মধ্যে সন্তানের শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গ অথবা শুধুমাত্র একটা অঙ্গুলি অথবা একটা নখ গঠিত হয়ে থাকে, তাহলে ঐ স্ত্রীর প্রতি নেফাসের হুকুম বর্তাবে। (ফতওয়ায়ে শামী, আলমগীরী, এনায়া)
 আবা-২৭

0 Comments: