৪৫০নং- সুওয়াল - কোন মসজিদ কমিটি উপযুক্ত ইমাম বাদ দিয়ে অনুপযুক্ত ইমাম স্থির করল অথবা বিশুদ্ধকারী ও মুত্তাকী ব্যক্তি থাকতে ফাসেক ও অশুদ্ধ ক্বারীর পিছনে নামায আদায় করলো, এতে নামাযের কোন ত্রুটি হবে কিনা জানাবেন?


সুওয়াল - কোন মসজিদ কমিটি উপযুক্ত ইমাম বাদ দিয়ে অনুপযুক্ত ইমাম স্থির করল অথবা বিশুদ্ধকারী ও মুত্তাকী ব্যক্তি থাকতে ফাসেক ও অশুদ্ধ ক্বারীর পিছনে নামায আদায় করলো, এতে নামাযের কোন ত্রুটি হবে কিনা জানাবেন?


জাওয়াব - যদি অনুপযুক্ত ও অশুদ্ধকারী ইমাম হয়, তবে উপযুক্ত লোক পিছনে থাকার কারণে নামায বাতিল হয়ে যাবে। আর ইমামের ক্বিরাত শুদ্ধ, কিন্তু তার আমলের কারণে সে যদি ফাসেকের অন্তর্ভূক্ত হয়, তবে তার পিছনে নামায পড়া মাকরূহে তাহ্রীমি হবে। (মিশকাত শরীফ, ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-২৮

0 Comments: