৪২৭ নং- ওশর কি? কি পরিমাণ ধান পাইলে ওশর দিতে হবে এবং কাকে দেয়া যাবে?

সুওয়াল - মাসিক পৃথিবী জুলাই/’৯৫ইং সংখ্যায় ওশর সম্পর্কিত  প্রশ্নোত্তরটি ছাপা হয়। প্রশ্নঃ- ওশর কি? কি পরিমাণ ধান পাইলে ওশর দিতে হবে এবং কাকে দেয়া যাবে? উত্তরঃ- উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগকে ওশর বলা হয় যা ফসলের যাকাত হিসেবে আদায় করতে হয়। ধান বা যে কোন ফসল সাড়ে সাতাশ মণ (প্রায়) হতে এবং ফসল বিনা সেচে (অর্থাৎ আসমানের অথবা ঢলের পানিতে) উৎপন্ন হলে উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ ফসলের যাকাত হিসেবে আদায় করতে হবে। সেচের মাধ্যমে উৎপন্ন হলে বিশ ভাগের এক ভাগ আদায় করতে হবে। ওশর ফসলের যাকাত বিধায় যাকাতের খাতসমূহে অর্থাৎ যারা যাকাত নেয়ার উপযোগী তাদেরকে দিতে হবে। তাদের উত্তর আমার নিকট সন্দেহজনক মনে হচ্ছে। দয়া করে এর সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

 জাওয়াব - মাসিক পৃথিবী জুলাই/৯৫ইং সংখ্যাতে ওশর সম্পর্কিত প্রশ্নের উত্তরে যা বলা হয়েছে, “বিনা সেচে অর্থাৎ বিনা পরিশ্রমে ফসল উৎপন্ন হলে উৎপাদিত ফসলের ১/১০ ভাগ দিতে হবে। আর সেচের মাধ্যমে অর্থাৎ পরিশ্রম করে ফলালে ১/২০ ভাগ দিতে হবে।” --একথা শুদ্ধই হয়েছে। তবে তারা যে ওশরের নেছাব নির্ধারণ করেছে, সেটা সম্পূর্ণই ভুল হয়েছে। কেননা আমাদের হানাফী মায্হাবে ওশরের কোন নেছাবই নেই। ওসর যারা যাকাত নেয়ার উপযোগী, তাদেরকেই দিতে হবে। (বাদাউস সানাই) আবা-২৭

0 Comments: