জাওয়াব : হ্যাঁ, চাকুরী
এবং পেনশনের জমা টাকা দিয়ে হজ্ব করলে হজ্ব হবে। তবে শর্ত হলো, যে চাকুরীর পয়সা দিয়ে হজ্ব করতে যাবে, সে
চাকুরীটা যেন শরীয়তসম্মত হয়। অর্থাৎ চাকুরী প্রতিষ্ঠানে যে সমস্ত কাজ করবে, তা যেন শরীয়তসম্মত হয়। যে সমস্ত কাজ শরীয়তে নিষেধ, আর তা
যদি কোন চাকুরী প্রতিষ্ঠানে চালু থাকে, তবে সে সমস্ত প্রতিষ্ঠানে চাকুরী
করে অর্জিত পয়সা দিয়ে হজ্ব করলে হজ্ব হবেনা। যেমন- চলচিত্র শিল্প এবং সুদ ভিত্তিক
কোন প্রতিষ্ঠান ইত্যাদি। পেনশনের
ব্যাপারে শর্ত হলো- পেনশনের মূল টাকা হতে হবে। বর্তমানে সরকারী চাকুরী ও কোন কোন
প্রতিষ্ঠানে চাকুরী থেকে অবসর গ্রহণ করার সময় প্রভিডেন্ট ফান্ডের মূল টাকার সাথে
লাভ বা প্রফিটের নাম দিয়ে কিছু অতিরিক্ত টাকা দেয়া হয়, যা মূলতঃ
সুদ। তা গ্রহণ করা জায়েয নেই। এই সুদের টাকা দিয়ে হজ্ব করলে হজ্ব হবেনা। (ইসলামী
ফিক্বাহ)
আবা-৩৬
0 Comments:
Post a Comment