৬৬৭ নং- সুওয়াল : কোন এক বাংলা কিতাবে দেখেছি, মায়ের গর্ভে সন্তান কমপক্ষে ছয় মাস উর্ধ্বে দু’বছর থাকে। আমাদের ইমাম সাহেবও অনুরূপ বলেছেন এবং ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি নাকি মায়ের গর্ভে চব্বিশ মাস ছিলেন। দলীলসহ জানতে বড়ই ইচ্ছা।


সুওয়াল : কোন এক বাংলা কিতাবে দেখেছি, মায়ের গর্ভে সন্তান কমপক্ষে ছয় মাস উর্ধ্বে দুবছর থাকে। আমাদের ইমাম সাহেবও অনুরূপ বলেছেন এবং ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি নাকি মায়ের গর্ভে চব্বিশ মাস ছিলেন। দলীলসহ জানতে বড়ই ইচ্ছা।

জাওয়াব : আপনার দেখা বাংলা কিতাবের বর্ণনা সঠিক যে, মায়ের গর্ভে সন্তান কমপক্ষে ছয় মাস, উপরে দুবছর থাকতে পারে। যেমন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত ইসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহ্ইয়া আলাইহিস সালাম ছমাস করে উনাদের মায়ের রেহেম মুবারকে অবস্থান করেছিলেন। আর শাফেয়ী মাযহাবের ইমাম, হযরত ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহিউনার মায়ের রেহেম মুবারকে দুবছর ছিলেন। (সমূহ তাফসীর ও ফিক্বাহ্র কিতাব এবং হায়াতে ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি দ্রষ্টব্য)
আবা-৩৭

0 Comments: