সাত ভাগে কুরবানি দেওয়া যাবে ।



সাত ভাগে কুরবানী দেয়ার বিষয়ে বেশি কিছু দিবো না শুধু একটা হাদীছ শরীফ দলীল দিচ্ছি।
বিখ্যাত ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার “মুসনাদে আহমদ” কিতাবে একটা হাদীছ শরীফ এনেছেন,
عَنْ حُذَيْفَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْرَكَ بَيْنَ الْمُسْلِمِينَ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍঅর্থ: হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম মুসলমানদের মধ্যে গরুকে ৭ ভাগে (কুরবানী) নির্ধারন করে দিয়েছেন।” (মুসনাদে আহমদ ৩৮ খন্ড ৩৩৭ পৃষ্ঠা, হাদীছ নং ২৩৪৪৬)
মুসনাদে আহমদের এই সংষ্করন তাহকীক করেছেন শুয়াইব আরনাউত। উক্ত হাদীছ সর্ম্পকে তিনি বলেছেন,
صحيح لغيره (সহীহ লি গাইরিহী)
সূতরাং যারা সাত ভাগে কুরবানী দেয়া নিয়ে বিভ্রান্তি ছড়ায় তারা গন্ড মূর্খ ও চরম ফেতনাবাজ নামে অভিহিত।
এদের মধ্যে বেশীর ভাগ লামাযহাবী, বাতিল আহলে হাদীছ ফেরকা, ফেতনাবাজ ফেরকা নামে পরিচিত।
No photo description available.

0 Comments: