সুওয়াল : গণতন্ত্র কোন দেশে সর্বপ্রথম উৎপত্তি লাভ করে
এবং এর মাধ্যমে কোন দেশে কি ইসলামী হুকুমত চালু হয়েছে? জানতে
চাই।
জাওয়াব : খৃীষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রীসে
গণতন্ত্রের উৎপত্তি ঘটে। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোথাও এ পর্যন্ত
ইসলামী হুকুমত কায়েম হয়নি এবং কস্মিন কালেও হবেনা। হওয়ার আশা করাটা যেমন বাতুলতা, অজ্ঞতা,
নির্বুদ্ধিতা, বিশ্বাস করাটা তেমন কুফরীর শামিল।
আবা-৩৬
গণতন্ত্র করা
হারাম ফতোয়া । লিংক-
১৫. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_45.html
0 Comments:
Post a Comment