৬৬১ নং- সুওয়াল : আমাদের সমাজে হাঁট-বাজারে রাত্রি বেলায় মধুকে বাসা ভাঙ্গা, সুঁইকে সিলানী, চুনকে পান খাওনি, হলুদকে রং ইত্যাদি বলে বিক্রী করা হয়। উল্লেখ্য, এ ধরণের আরো অনেক বস্তু রয়েছে, সে সমস্ত বস্তুকে সঠিক নামে না বলে ছদ্ম নামে বলতে হয়, অন্যথায় বিক্রেতাগণ বিক্রী করেনা। ইহা কতটুকু শরীয়ত সম্মত?


সুওয়াল : আমাদের সমাজে হাঁট-বাজারে রাত্রি বেলায় মধুকে বাসা ভাঙ্গা, সুঁইকে সিলানীচুনকে পান খাওনি, হলুদকে রং ইত্যাদি বলে বিক্রী করা হয়। উল্লেখ্য, এ ধরণের আরো অনেক বস্তু রয়েছে, সে সমস্ত বস্তুকে সঠিক নামে না বলে ছদ্ম নামে বলতে হয়, অন্যথায় বিক্রেতাগণ বিক্রী করেনা। ইহা কতটুকু শরীয়ত সম্মত?

জাওয়াব : উপরোক্ত মাল বা বস্তুগুলিতে রাত্রি বেলায় ছদ্ম নাম ব্যতীত বিক্রী না করা বা না দেয়া, কুপ্রথা বা বদ রছমের অন্তর্ভূক্ত। এই সমস্ত কুপ্রথা বা বদ রছম থেকে প্রত্যেক মুসলমানের বিরত থাকা ওয়াজিব। (সমূহ আক্বাইদের কিতাব)   
আবা-৩৬

0 Comments: