জাওয়াব ঃ - এ ব্যাপারে তিনটি বিষয় লক্ষ্যনীয়ঃ - (১) সোব্হে সাদিক হতে সূর্য উঠা পর্যন্ত - এ সময় সুন্নাতের আগে হোক বা পরে হোক অথবা ফরজের পরে সূর্য উঠা পর্যন্ত যেকোন নফল নামায পড়া মাকরূহ্ তাহ্রীমী। এটা মুসলীম শরীফ, মারাকিউল ফালাহ্, গায়াতুল আওতার, আরকানে আরবা, রদ্দুল মোহ্তার, জওহারাতুন নাইয়ারা, আলমগীরী, নেহায়া, কেফায়া ইত্যাদি কিতাবে উল্লেখ আছে। (২) ফরজ নামাজের পর সূর্য উঠা পর্যন্ত সুন্নাত নামায পড়া - ফজরের ফরজ নামাযের পূর্বে যদি সুন্নাত না পড়া হয়ে থাকে, তাহলে সূর্য উঠার আগে সুন্নাত নামায পড়া জায়েয নেই। উক্ত সুন্নাত নামায সূর্য উঠার পর পড়তে হবে। এটা আলমগীরী, মুহীত্ব সুরুখসী, ফতহুল ক্বাদীর, আইনুল হিদায়া, বেনায়া, হেদায়া ইত্যাদি কিতাবে উল্লেখ আছে। (৩) সোব্হে সাদিক হতে সূর্য উঠা পর্যন্ত কাজা নামায, তিলাওয়াতে সিজ্দা, জানাযার নামায জায়েয আছে। এটা জওহারাতুন নাইয়ারা, হেদায়া, ফতহুল ক্বাদীর, বেনায়া ইত্যাদি কিতাবে উল্লেখ আছে।
আবা-১৫
0 Comments:
Post a Comment