১৭৩ নং- সুওয়াল: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি কখনো পায়জামা (সালাওয়ার) পরিধান করেছেন?


সুওয়াল:  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি কখনো পায়জামা (সালাওয়ার) পরিধান করেছেন?
জাওয়াব: না, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো পায়জামা (সালাওয়ার) পরিধান করেননি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বদা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করেছেন। হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মিনা থেকে একটি সালাওয়ার খরিদ করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদীয়াস্বরূপ দিয়েছিলেন। কিন্তু তিনি তা পরিধান করেননি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল  রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটাই বিশুদ্ধ মত, এটা মুসনদে আহমদে উল্লেখ আছে। (শামায়েলে তিরমিযী, খাসায়েলে নববী, মাদারেজুন নুবুওওত, জামেউল ওসায়েল, যাদুল মাআদ ইত্যাদি)
আবাি-১৬

0 Comments: