১৩৪ নং- সুওয়াল : মহিলাদের জামায়াতে তারাবীহ্ নামায পড়ার ক্ষেত্রে শরীয়তের হুকুম কি?


সুওয়াল : মহিলাদের জামায়াতে তারাবীহ্  নামায পড়ার ক্ষেত্রে শরীয়তের হুকুম কি?
জাওয়াব : মহিলাদের জন্য সমস্ত  নামাযই মসজিদে বা বাইরে গিয়ে জামায়াতে পড়া মাকরূহ্ তাহরীমী। সেটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা, তারাবীহ্, ঈদ, কুসুফ, ইস্তেস্কা যাই হোক না কেন। এর জন্য দেখুন হেদায়া, আইনী ১ম খন্ড,৭৩৯ পৃঃ, মবসুত ২/৪১, ফতহুল ক্বাদীর ১/৩১৭, আলমগীরী ইত্যাদি। বিস্তারীত জানার জন্য পড়ুন মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার ১১তম সংখ্যায় মহিলাদের জামায়াতে  নামায পড়া মাকরূহ্ তাহরীমী শীর্ষক ৬৫টি কিতাবের দলীল সম্বলিত ফতওয়া।
আবা-১৪

0 Comments: