১৩০ নং- সুওয়াল : শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত সম্বন্ধে জানতে চাই?


সুওয়াল : শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত সম্বন্ধে জানতে চাই?
জাওয়াব : শাওয়াল মাসে ৬টা রোজা রাখা সুন্নত। হযরত আবু আইউব আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত আছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে ৬টা রোজা রাখলো সে যেন পূর্ণ বছরই রোজা রাখলো। আমাদের হানাফীদের মতে শাওয়ালের ৬টি রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখাই উত্তম।
আবা-১৪

0 Comments: