সুওয়াল ঃ- কোন মুসলমান কি তার চাচার শ্যালিকা তথা চাচীর ছোট বোনকে বিয়ে করতে পারবে? কাদের সাথে বিবাহ শরীয়ত সমর্থন করেনা, জানাবেন।
জাওয়াব ঃ - শরীয়তে যাদেরকে বিয়ে করা হারাম বলা হয়েছে, চাচীর ছোট বোন তার অন্তর্ভূক্ত নয়। সুতরাং চাচীর ছোট বোনকে বিয়ে করা জায়েয। নিম্নবর্ণিত ১৪ জন মহিলার সাথে বিবাহ হারাম - (১) মা, (২) বোন, (৩) খালা, (৪) ফুফু, (৫) নানী, (৬) দাদী, (৭) নাতনী, (৮) শাশুড়ী, (৯) সৎ মা, (১০) সৎ বোন, (১১) দুধ বোন, (১২) দুধ মা, (১৩) ভাগ্নি (বোনের মেয়ে), (১৪) ভাতিজি (ভাইয়ের মেয়ে)।
আবা-১৫
0 Comments:
Post a Comment