১৪২ নং- সুওয়াল ঃ - মাঝে মাঝে আমার মজি বের হয়, তবে অল্প। এতে কাপড় কি নাপাক হবে, গোসল ফরজ হবে কি? জানালে কৃতজ্ঞ থাকবো।

সুওয়াল ঃ - মাঝে মাঝে আমার মজি বের হয়, তবে অল্প। এতে কাপড় কি নাপাক হবে, গোসল ফরজ হবে কি? জানালে কৃতজ্ঞ থাকবো। 

জাওয়াব ঃ - কাপড় অপবিত্র হবে, কাপড় বদল করে নামায পড়তে হবে। শরীরে লাগলে ধুয়ে ফেলতে হবে, গোসল করার প্রয়োজন নেই, তবে ওযু করতে হবে। (আলমগীরী, বাহ্রোর রায়েক, ফতহুল ক্বাদীর ইত্যদি)
আবা-১৫

0 Comments: