জাওয়াব ঃ - না, এতে শরীয়তী পর্দা হবে না। মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে এবং মুখ ঢেকে রাখার জন্য মুখমন্ডলের উপর দিয়ে আলাদা নেকাব ব্যবহার করতে হবে। সাহাবিয়্যা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণ বড় চাদর ব্যবহার করতেন এবং মুখমন্ডলের উপর তা ঝুলিয়ে রাখতেন, যার ফলে মুখায়বের কিছুই দেখা যেত না। বর্তমানে বোরখার বড় গোল পাট্রা দ্বারাই তা আদায় হয়। মুখমন্ডলের উপরের নেকাব এমন পাতলা হতে হবে, যাতে চেহারা না দেখা যায়, কিন্তু পথ চলা যায়। এ ব্যাপারে স্মরণ রাখতে হবে যে, পর্দা পালন করা মহিলা-পুরুষ উভয়ের জন্য ফরজ। পুরুষরা যেমন মহিলাদের দেখতে পারবে না, তদ্রুপ মহিলারাও পুরুষদের দেখতে পারবে না। কিন্তু শুধু রুমাল ব্যবহার করলে বা চোখ খোলা রেখে বোরখা পড়লে তাতে পুরুষদের দেখা যায়, এতে ফরজ তরক হয় এবং কবিরা গুণাহ্ হবে।
আবা-১৫
0 Comments:
Post a Comment