১৭৬ নং- সুওয়াল: যে আলেম বা তালেবে ইল্ম দাড়ি ছাটে, তার পিছনে নামায পড়া কি?


সুওয়াল: যে আলেম বা তালেবে ইল্ম দাড়ি ছাটে, তার পিছনে নামায পড়া কি?
জাওয়াব: যে দাড়ি ছেটে এক মুষ্টির কম রাখে, সে আলেম হউক বা ত্বালেবে ইলেম হউক তার পিছনে নামায পড়া মাকরূহ্ তাহরীমী হবে। (বাহরুর রায়েক, আলমগিরী, ফতহুল ক্বাদীর, শামী, কাযীখান, ফতোয়া আমিনিয়া ইত্যাদি)

আবা-১৬

0 Comments: