১৫৩ নং- সুওয়ালঃ - বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হলে পথভ্রষ্ট (পতিতালয়ের) মহিলাদের কি ব্যবস্থা নেয়া হবে?

সুওয়ালঃ - বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হলে পথভ্রষ্ট (পতিতালয়ের) মহিলাদের কি ব্যবস্থা নেয়া হবে?

 জাওয়াব ঃ - ইসলামী খেলাফত কায়েম হলে খলীফার দায়িত্ব হবে, এসকল মহিলাদেরকে অবৈধ স্থান থেকে এনে বৈধভাবে সন্মানজনকভাবে জীবন-যাপন করার ব্যবস্থা করা। কারণ ইসলামী খলীফার দায়িত্ব হলো জনগণের জরুরিয়াতে সিত্তাহ্ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও বিবাহ ইত্যাদি সকল বিষয়ের সুযোগ-সুবিধা করে দেওয়া। কাজেই শুধু এসকল মহিলাই নয়, এছাড়াও যারা বেকার, অসুস্থ, অভাবগ্রস্থ, ইয়াতীম অর্থাৎ খলীফার অধীন সমস্ত জনগণের সুষ্ঠ জীবনযাত্রার ব্যবস্থা করার জিম্মাদার খলীফা। 
আবা-১৫

0 Comments: