১৬৪ নং- সুওয়াল: কোন কোন ওলী আল্লাহগণ উনাদের নামের সাথে ইমামুল আইম্মা লক্বব ব্যবহার করা হয়েছে এবং কোন কোন কিতাবে তা উল্লেখ রয়েছে, সে সব কিতাবের লিখকদের নাম কি? বিস্তারিত জানতে চাই।


সুওয়াল: কোন কোন ওলী আল্লাহগণ উনাদের নামের সাথে ইমামুল আইম্মা লক্বব ব্যবহার করা হয়েছে এবং কোন কোন কিতাবে তা উল্লেখ রয়েছে, সে সব কিতাবের লিখকদের নাম কি? বিস্তারিত জানতে চাই।

জাওয়াব:
১। হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনাকে ইমামুল আইম্মা বলা হয়। এটা মানাকেবে ইমাম আবূ হানীফা, খাইরাতুল হিসান, হায়াতে ইমাম আ’যম ইত্যাদি কিতাবে রয়েছে।
২। ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনাকেও ইমামুল আইম্মা বলা হয়।
৩। ইমাম খোজায়মা রহমতুল্লাহি আলাইহি উনাকে ইমামুল আইম্মা বলা হয়। এর জন্য দেখুন বিভিন্ন উসূলের হাদীছ শরীফ উনার কিতাব।
৪। হযরত ফরিদ উদ্দিন মসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনাকে ইমামুল আইম্মা বলা হয়।
৫। হযরত ইমাম কুস্তালানী রহমতুল্লাহি আলাইহি উনাকে ইমামুল আইম্মা বলা হয়। এটা মাওয়াহেবুল লাদুন্নিয়া কিতাবে উল্লেখ আছে।
৬। ইমাম ইবনু কুদামাহ্ রহমতুল্লাহি আলাইহি উনাকে ইমামুল আইম্মা বলা হয়। এটা আল মুগনী কিতাবের মুকাদ্দিমায় উল্লেখ আছে।
          এছাড়া আরো অনেক আওলিয়া-ই-কিরাম, বুজুর্গানে দ্বীন, ইমাম, মুজতাহিদগণ উনাদের নাম মোবারকের সাথে ইমামুল আইম্মা লক্বব ব্যবহার করা হয়েছে। যা বিভিন্ন তাসাউফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র তাফসীর শরীফ ও ফিক্বহের কিতাবে উল্লেখ রয়েছে। এখানে আমরা মাত্র কয়েকজনের নাম মুবারক উল্লেখ করা  হলো।
আবা-১৬

0 Comments: