সুওয়াল : অনেককে দেখা যায়, গরু-ছাগলের মূল্য নির্ধারণ করে অন্যকে বরগা দিতে। পরবর্তীতে
তা বিক্রি করে নির্ধারিত মূল্যসহ অতিরিক্ত টাকার অর্ধেক মালিকের এবং বাকী অর্ধেক
যিনি বরগা নিয়েছেন তার, এটা কি জায়েয?
জাওয়াব: না,
জায়িয নেই। তবে গরু-ছাগল মালিকেরই থাকবে। বিক্রি করলে যা
হবে পুরোটাই মালিক পাবে। গরু-ছাগল প্রতিপালনকারি চরাইবার জন্য বেতন পাবেন।
অনির্ধারিত মজুরী জায়িয নেই। (হেদায়া, দুররুল মুখতার, ফতওয়া আমিনিয়া)
আবা-১৬
0 Comments:
Post a Comment