১৩৩ নং- সুওয়াল : কিয়ামুল লাইল বলতে কোন নামাযকে বুঝানো হয়েছে? পত্রিকায় কিয়ামুল লাইল-এর বিজ্ঞপ্তি দেখতে পেলাম, এটা কতটুকু সঠিক জানতে বাসনা রাখি?


সুওয়াল : কিয়ামুল লাইল বলতে কোন নামাযকে বুঝানো হয়েছে? পত্রিকায় কিয়ামুল লাইল-এর বিজ্ঞপ্তি দেখতে পেলাম, এটা কতটুকু সঠিক জানতে বাসনা রাখি?
জাওয়াব : ফকীহগণের মতে কিয়ামুল লাইল বলতে তারাবীহ্ নামাযকে বুঝানো হয়েছে। পত্রিকায় কিয়ামুল লাইলের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা সঠিক নয়। কেননা তারা কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদ  নামাযকে বুঝিয়ে থাকেন। আর তাহাজ্জুদ  নামায আমাদের হানাফী মাযহাব মোতাবেক ইমামের সাথে চারজন মোক্তাদীসহ জামায়াতে আদায় করা মাকরূহ্ তাহ্রীমী ও বিদয়াতে সাইয়্যিয়াহ্। (ফতহুল ক্বাদীর, হেদায়া মাবছুত, আলমগীরী, শামী, দুররুল মোখতার ইত্যাদি। এ ব্যাপারে বিস্তারীত জানতে হলে আমাদের ১৩তম সংখ্যা মাসিক আল বাইয়্যিনাতপত্রিকার ফতওয়া দ্রষ্টব্য)।
আবা-১৪

0 Comments: