সুওয়াল : যে সকল মসজিদে বা ইবাদতগাহে
তারাবীহর নামাজে পবিত্র কুরআন শরীফ খতম করা হয়না, সে সমস্ত স্থানে তারাবীহর নামাজে পবিত্র কুরআন শরীফ
কোন পদ্ধতিতে পড়া আফজল?
জাওয়াব : তারাবীহর নামাজে শুধু পবিত্র কুরআন শরীফ
খতম করাই সুন্নত নয়, বরং সূরা তারাবীহ পড়াটাও সুন্নতের অন্তর্ভূক্ত। কিতাবে সূরা
তারাবীহ পড়ার কয়েকটি নিয়ম বর্ণিত হয়েছে- (১) প্রত্যেক রাকায়াতে সূরা ফাতিহার পর
সূরা ইখলাছ পাঠ করা, (২) পবিত্র সূরা ফাতিহা শরীফ
উনার পর পবিত্র কুরআন শরীফ উনার বিশেষ
বিশেষ সূরার বিশেষ বিশেষ অংশ পাঠ করা, (৩) প্রথম রাকায়াতে পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার পর সূরা তাকাসুর, দ্বিতীয় রাকায়াতে সূরা ইখলাছ, তৃতীয় রাকায়াতে সূরা আছর, চতুর্থ রাকায়াতে আবার সূরা ইখলাছ, এভাবেই শেষ পর্যন্ত পড়ে যাবে।
সূরা তারাবীহ্ পড়া সম্পর্কে কিতাবে এছাড়াও আরো অনেক নিয়ম বর্ণিত রয়েছে। তারমধ্যে
আফজল মত হলো- সূরা ফি’ল হতে সূরা নাস পর্যন্ত দু’বার পড়ে
বিশ রাকায়াত পূর্ণ করবে। কারণ এতে রাকায়াতের আলাদা হিসাব রাখতে হয়না। (শামী, আলমগীরী,
বাহ্রুর রায়েক, জামিউর রুমুয ইত্যাদি)
আবা-৪১
0 Comments:
Post a Comment