৭২৯ নং-সুওয়াল : রোজা রেখে নাকে পানি দেয়া ও গড়গড়া করা যাবে কি?

 





সুওয়াল : রোজা রেখে নাকে পানি দেয়া ও গড়গড়া করা যাবে কি?

জাওয়াব : রোজা অবস্থায় নাকে পানি দিয়ে উপরের দিকে টান দেয়া ও কুলি করার সময় গড়গড়া করার হুকুম নেই, বরং নিষেধ আছে। (সমূহ ফিক্বাহ কিতাব)।

আবা-৪১

0 Comments: